1.The Opening

  1. রহমান, রহীম [১] আল্লাহ্‌র নামে [২]
  2. সকল ‘হাম্‌দ’ [১] আল্লাহ্‌র [২] , যিনি সৃষ্টিকুলের [৩] রব [৪]
  3. দয়াময়, পরম দয়ালু [১]
  4. বিচার দিনের মালিক [১]।
  5. আমরা শুধু আপনারই ‘ইবাদাত [১] করি [২], এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি [৩]
  6. আমাদেরকে সরল পথের হিদায়াত দিন [১]
  7. তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন [১], যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি [২] এবং যারা পথভ্রষ্টও নয় [৩]