107.Almsgiving

  1. আপনি কি দেখেছেন [১] তাকে, যে দীনকে [২] অস্বীকার করে
  2. সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় [১]
  3. আর সে উদ্ধুদ্ধ করে না [১] মিসকীনদের খাদ্য দানে।
  4. কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের
  5. যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন
  6. যারা লোক দেখানোর জন্য তা করে [১]
  7. এবং মা‘উন [১] প্ৰদান করতে বিরত থাকে।