109.The Disbelievers

  1. বলুন, ‘হে কাফিররা
  2. ‘আমি তার ‘ইবাদাত করি না যার ‘ইবাদাত তোমরা কর [১]
  3. এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি [১]
  4. এবং আমি ‘ইবাদাতকারী নই তার যার ‘ইবাদাত তোমরা করে আসছ।
  5. এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী হবে না যাঁর ‘ইবাদাত আমি করি
  6. তোমাদের দীন তোমাদের, আর আমার দ্বীন আমার [১]।’